আদর্শ সম্পর্কে

আদর্শ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী। আমাদের মূলনীতি হচ্ছে: প্রতিযোগিতার চেয়ে গ্রাহকের সন্তুষ্টির দিকে ফোকাস, বুদ্ধিবৃত্তির প্রতি গভীর আগ্রহ এবং উচ্চমানের প্রতিশ্রুতি। ইতিবাচক পরিবর্তন ও কল্যাণময় পৃথিবীর লক্ষ্যে জ্ঞানকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের সীমিত সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ, বুদ্ধিবৃত্তিক জাতি তৈরির লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছি।

 

সেবাসমূহ

আদর্শ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনী। আমাদের মূলনীতি হচ্ছে: প্রতিযোগিতার চেয়ে গ্রাহকের সন্তুষ্টির দিকে ফোকাস, বুদ্ধিবৃত্তির প্রতি গভীর আগ্রহ এবং উচ্চমানের প্রতিশ্রুতি। ইতিবাচক পরিবর্তন ও কল্যাণময় পৃথিবীর লক্ষ্যে জ্ঞানকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের সীমিত সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ, বুদ্ধিবৃত্তিক জাতি তৈরির লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছি।

পাণ্ডুলিপি-সংক্রান্ত সেবা: লেখককে পাণ্ডুলিপি তৈরিতে পরামর্শ ও উন্নত পাণ্ডুলিপি তৈরিতে সহায়তা প্রদান। পাণ্ডুলিপি উন্নয়ন, সম্পাদনা, প্রুফরিডিং, পৃষ্ঠাবিন্যাস, প্রোমোশনাল কনটেন্ট রাইটিং ও ঘোস্টরাইটিং।

ডিজাইন, ছাপা, বাঁধাই ও অন্যান্য: বিভিন্ন প্রতিষ্ঠানের ক্যালেন্ডার, পত্রপত্রিকা, সাময়িকী, ব্রুশিওর, ক্রোড়পত্র প্রভৃতির আর্টিকেল/কনটেন্ট তৈরি থেকে শুরু করে ডিজাইন, সম্পাদনা, প্রুফরিডিং, মেকআপ এবং নিজস্ব অত্যাধুনিক মেশিনে ছাপা ও বাঁধাই।

 

পণ্যসমূহ

সৃজনশীল ও মননশীল বই: নিয়মিত কবিতা, গল্প, ‍উপন্যাস প্রকাশ করলেও এতদিন আমাদের ফোকাস ছিল নন-ফিকশন বইয়ের প্রতি। বর্তমানে আমরা ফিকশন তথা উপন্যাসের দিকে ফোকাস দিচ্ছি। সহৃদয় সংবেদী পাঠকের জন্য কবিতার বই; কল্পনাপ্রবণ পাঠকের জন্য উপন্যাস, ফিকশন ছোটগল্প, নাটক; অনুসন্ধিৎসু পাঠকের জন্য সাক্ষাৎকার, স্মৃতিকথা, আত্মজীবনী ও জীবনী; রাজনীতিমনস্ক পাঠকের জন্য অর্থনীতি, রাজনীতি, শাসনব্যবস্থা ও শিক্ষাব্যবস্থার বই-সহ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গবেষণা, ধর্ম ও দর্শনের বই প্রকাশ করে থাকি।

ব্যাবহারিক ও শিক্ষাসহায়ক বই: শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থীদের সফট স্কিল বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন ব্যাবহারিক ও শিক্ষাসহায়ক বই প্রকাশ করে থাকি। যেমন: আত্ম-উন্নয়ন ও ক্যারিয়ারের জন্য শিক্ষাসহায়ক ও দক্ষতামূলক বই (গণিত ও গণিত অলিম্পিয়াডের বই, ইংরেজি শিক্ষা, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, অর্থবিজ্ঞান, পরিসংখ্যান, বিজ্ঞান ও বিজ্ঞানী, বিতর্কের বই, অনুপ্রেরণামূলক বই, ছাত্রজীবন ও উচ্চশিক্ষার বই, ক্যারিয়ার-বিষয়ক বই। এছাড়া ব্যাবহারিক তথা গার্হস্থ্যজীবনের জন্য প্যারেন্টিং, শিশু উন্নয়ন, শিক্ষা, মাতৃত্ব, দাম্পত্য, বয়ঃসন্ধি, পুষ্টি, ডায়েট, ব্যায়াম, রোগ প্রতিরোধ, রেসিপি ও কুকিং প্রভৃতি বই প্রকাশ করে থাকি।

কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক বই: বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। যে-জাতি প্রযুক্তিতে যত দক্ষ, সে জাতি তত এগিয়ে। তাই আমরা প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরিতে নিয়মিত প্রকাশ করে যাচ্ছি কম্পিউটার প্রোগ্রামিং, অ্যালগরিদম, এআই, মেশিন লার্নিং ও ডিপ লার্নিং, রোবটিকস ও আরডুইনো প্রভৃতি বিষয়ে বাংলা ভাষায় লিখিত মৌলিক সব বই।

পেশাগত উন্নয়নের বই: উদ্যোক্তা ও পেশাজীবীদের পেশাগত উন্নয়নে আমরা প্রকাশ করছি নেতৃত্ব, ব্যবস্থাপনা, বিপণন, বিক্রয়, ব্যাবসায়িক অভিজ্ঞতা, ব্যবসায়-দর্শন, ব্যবসায়-কৌশল, ব্যাবসায়িক বুদ্ধি-বিষয়ক বাংলা ভাষায় লিখিত অভাবনীয় মৌলিক সব বই।

শিশুকিশোরদের বই: মানুষের সর্বোচ্চ সম্ভাবনা শিশুদের মধ্যেই লুক্কায়িত থাকে। বলা হয়, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের মানসিক উৎকর্ষ ও বুদ্ধিবৃত্তিক বিকাশে আমরা প্রকাশ করছি বয়সোপযোগী বিভিন্ন ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, লোককাহিনী, কমিকস, উপদেশমালা, প্রোগ্রামিং, ইংরেজি, গণিত, বিজ্ঞান প্রভৃতি বিষয়ক বই।

 

যোগাযোগের জন্য এখানে ক্লিক করুন