Biography

Author Picture

চমক হাসান

" আমার জন্ম ২৮ জুলাই, ১৯৮৬ -কুষ্টিয়াতে। এইচ এস সি পর্যন্ত লেখাপড়া ওখানেই। এরপর বুয়েট থেকে তড়িৎ কৌশলে স্নাতক শেষ করে এখন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাতে পি এইচ ডি-র জন্য পড়ালেখা করছি। ভালো লাগে গাইতে, পড়তে, শিখতে; আরও বেশি ভালো লাগে পড়াতে, জ্ঞান শেয়ার করতে।
মানুষ হিসেবে বেশ কিছুটা অলস আর একটু বাড়াবাড়ি রকম আশাবাদী। স্বপ্ন আছে অনেক । পৃথিবীর সবচেয়ে সহজ ভাষায় লেখা সবচেয়ে আনন্দময় পাঠ্যবই পড়বে। কঠিন মাস্টারমশায়ের কড়া ভাষায় গালি শুনে নয় , ওরা বড় হবে বিজ্ঞানকে ভালোবেসে। ওরা শুধু মুখস্থ করে পাশ কী হচ্ছে। গণিত অলিম্পিয়াড শুরুর সাথে সাথে এই আন্দোলনটাও শুরু হয়ে গেছে। এটা চলবে। আমি সেই আন্দোলনে সামান্য একজন কর্মী হয়ে থাকতে চাই। আর এ জন্যই -লেখালেখিটা চালিয়ে যাব- ঠিক করেছি। পাঠকের যেকোন মন্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা মন্তবে প্রতিমন্তব্যের চড়াই-উৎরাই পেরিয়েই লেখক ব্যাপারগুলো উন্মোচিত হবে এবং সেই নিরিখে নিজেকে গড়ে-পিটে নেবার সুযোগ পাব।"