Biography

Author Picture

আশফাক আহমেদ

আশফাক আহমেদ। মূলত পড়তে ভালবাসেন। যে কোন কিছুই এক নিঃশ্বাসে পড়ে ফেলার এক বিরল ক্ষমতা আছে তার। বিশেষ পছন্দ ইতিহাস, বিজ্ঞান আর সিনেমা। পড়তে পড়তেই টুকটাক লেখালেখি করা। বেশিরভাগটাই নন ফিকশন ধারায়। কাঠখোট্টা বিষয়গুলোকে সহজ সরল ভঙ্গিতে উপস্থাপন করার প্রবণতা দেখা যায় তার লেখায়। অনুবাদ বা রূপান্তরধর্মী লেখা ছাড়াও সাহিত্যের অন্যান্য শাখাতেও বিচরণের ইচ্ছা তার রয়েছে।
এই মুহূর্তে লেখক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র আছেন। মা, ছোট দুই ভাই ও স্ত্রীকে নিয়ে তার ছোটখাটো সংসার।