বানান সংশোধক (Proofreader)
একনজরে (At a Glance)
- পদের নাম: বানান সংশোধক
- কাজের ধরন: পূর্ণকালীন, খণ্ডকালীন, চুক্তিভিত্তিক
- কর্মস্থল: অফিস/ বাসা/ উন্মুক্ত
- আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট, ২০২২
- বেতন: আলোচনা-সাপেক্ষ
আমাদের সম্পর্কে (About Us)
আদর্শ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান। ইতিবাচক কর্মপরিবেশ এবং তারুণ্য-নির্ভর একদল কর্মীর একাগ্রতা ও নিষ্ঠার ফলে আদর্শ খুব অল্প সময়েই দেশের প্রকাশনা শিল্পে নিজেকে শীর্ষস্থানে নিয়ে যেতে পেরেছে। বিগত অর্ধ-দশক ধরে মুনির হাসান, রাগিব হাসান, রকিবুল হাসান, চমক হাসান, ঝংকার মাহবুব, আশীফ এন্তাজ রবি, আসিফ সিবগাত ভূঞার মতো বেস্ট সেলার এবং আল মাহমুদ, মোহাম্মদ আজম, জিয়া হাসান, ফয়েজ আহমদ তৈয়্যব, পারভেজ আলম প্রমুখ গুরুত্বপূর্ণ লেখকের বই প্রকাশের মাধ্যমে প্রকাশনা জগতে আদর্শ তার স্বাতন্ত্র্য চিহ্নিত করতে পেরেছে।
প্রতিষ্ঠানটি মানুষের চিন্তাশক্তি, কল্পনাশক্তি ও মানবিক গুণাবলির বিকাশ এবং দক্ষ জনশক্তি তৈরি লক্ষ্যে প্রতিবছর পাঠকের হাতে লক্ষাধিক বই তুলে দিচ্ছে। মানবিক উৎকর্ষতা ও কল্যাণময় পৃথিবীর লক্ষ্যে আদর্শ প্রতিটি পাঠকের হাতে নির্ভুল, মানসম্পন্ন ও বৈচিত্র্যপূর্ণ বই তুলে দিতে চায়। (আদর্শ’র অফিস সংস্কৃতি/ওয়ার্ক পলিসি জানতে এখানে ক্লিক করুন)
পদ: বানান সংশোধক (Proofreader)
আমাদের প্রকাশনার কয়েকজন দক্ষ প্রুফরিডার আবশ্যক। একজন প্রুফরিডারকে নানাবিধ কনটেন্টের নিখুঁত বানান নিশ্চিত করতে হবে। আপনার যদি যথাযথ দক্ষতা ও অভিজ্ঞতা থাকে এবং আপনি যদি মনেপ্রাণে বিশ্বাস করেন যে, বইতে ভুল থাকা মানে শত-সহস্র পাঠককে বিভ্রান্ত করা, তবে আমরা আপনাকেই খুঁজছি।
এই পেশায় সফল হতে হলে আপনাকে অবশ্যই ডেডলাইনের মধ্যে কাজ শেষ করতে এবং চাপের মধ্যে নির্ভুলভাবে কাজ করতে সক্ষম হতে হবে। একজন ভালোমানের প্রুফ রিডার বানানরীতির ক্রমবিকাশ এবং বাংলা একাডেমির প্রমিত বানানরীতির সাথে অন্যান্য সংস্থার বানানরীতির সামঞ্জস্য অসামঞ্জস্য সম্পর্কে গভীর ধারণা রাখেন।
প্রার্থীর যোগ্যতা (Requirements)
- বাংলা, ইংরেজি, ভাষাতত্ত্ব, শিক্ষাগবেষণায় স্নাতক (শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)
- নির্ভুলভাবে টাইপিংয়ের দক্ষতা ও কম্পিউটারে প্রুফ দেখার অভিজ্ঞতা।
- প্রকৃতি-প্রত্যয়, সমাস, সন্ধি, কারক-বিভক্তি ও বিরামচিহ্নের সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা।
- বাংলা একাডেমির প্রমিত বানানরীতি আয়ত্ত্বে থাকা।
- প্রুফরিডার হিসেবে গণমাধ্যমে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার।
- ডেটলাইনের মধ্যে কাজ বুঝিয়ে দেয়া, এবং চাপের মধ্যে নির্ভুলভাবে কাজ করার সক্ষমতা।
দায়িত্বসমূহ (Responsibilities)
- প্রমিত বানানরীতিতে বানান সংশোধন ও ট্রাক রাখা।
- পাণ্ডুলিপিতে স্পর্শকাতর কোনো বিষয় থাকলে তা প্রকাশক/ সম্পাদকের নজরে আনা
- পূর্ণকালীন/খণ্ডকালীন কাজের ক্ষেত্রে বানান সমন্বয় ব্যবস্থাপনা ও মিটিংয়ে অংশগ্রহণ।
- নিজ কাজের হিসাব রাখা এবং প্রতিশ্রুত সময়ের মধ্যে কাজ জমা দেয়া।
- প্রতিষ্ঠানের সাথে সৌহার্দ্যপূর্ণ ও আনন্দময় পেশাদার সম্পর্ক বজায় রাখা।