মোত্তাসিন পাহলভী
প্রথাগতভাবে তিনি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু হৃদয়ে তিনি একজন পুরোদস্তুর শিক্ষক ও মেন্টর। মোত্তাসিন পাহলভী, যিনি বুয়েট (BUET) থেকে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন, তিনি বিশ্বাস করেন গণিত ও বিজ্ঞান কোনো ভয়ের বিষয় নয়, বরং ভালোবাসার বিষয়। পঞ্চগড়ের দেবীগঞ্জে বেড়ে ওঠা এই স্বপ্নবাজ মানুষটি রংপুর ক্যাডেট কলেজ থেকে তার মেধার স্বাক্ষর রেখে এসেছেন। বর্তমানে তিনি একাধারে শিক্ষক, লেখক এবং উদ্যোক্তা। তার ‘Mpbian dot com’ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি লাখো শিক্ষার্থীর কাছে গণিত ও বিজ্ঞানকে মজার ছলে উপস্থাপন করে যাচ্ছেন।