সাখাওয়াত টিপু
সাখাওয়াত টিপু ১৯৭১ সালে চট্টগ্রামের সন্দ্বীপে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত কবি, প্রাবন্ধিক এবং গবেষক। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে "এলা হি বরষা" অন্যতম। এছাড়া, "যাহ বে এই বাক্য পরকালে হবে", "শ্রী চরণে সু", "বুদ্ধিজীবী দেখ সবে" এবং "কার্ল মার্কসের ধর্ম" তার অন্যান্য প্রকাশিত বই। তিনি নিয়মিত দেশি-বিদেশি সাহিত্য পত্রিকায় লিখছেন এবং তার লেখা স্প্যানিশ, ইতালিয়ান, গ্রিক, স্লোভেনিয়ান, সার্বিয়ান, চাইনিজ, ইংরেজিসহ কয়েকটি এশীয় ভাষায় অনূদিত হয়েছে।