ড. মুসলেহ উদ্দিন আহমেদ
"প্রফেসর ড. মোসলেহ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক (গ্রেড-১) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১২ সাল থেকে জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট এশিয়ান স্টাডিজ এবং ফ্যাকাল্টি অব ইকোনমিক্সে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ও অর্থ কমিটির সদস্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জনপ্রশাসন, সুশাসন ও উন্নয়ন বিষয়ে ২৭টি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনসহ ৩টি গ্রন্থ, ৭টি বইয়ের অধ্যায় ও ৪৮টি প্রবন্ধ রচনা করেছেন। প্রফেসর আহমেদ ইউএনডিপিতে ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত লোকাল গভর্ন্যান্স অফিস ও ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবে লিয়েন কর্মরত ছিলেন। এছাড়া তিনি ইউএনসিডিএফ, ডব্লিউএফপি, ইইউ, ডানিডা, ইউনেস্কো, ইউএনসিআরডি, এপিডিসি, আইএইচএস (নেদারল্যান্ডস), কারিতাস, এশিয়া ফাউন্ডেশন, জিআইইউ এবং বাংলাদেশ সরকারের এটুআই-সহ জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতামূলক গবেষণা প্রকল্পে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি জাপান, জার্মানি এবং ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর এবং স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে শাসন ও উন্নয়ন সম্পর্কিত চলমান আলোচনায় তিনি মূল্যবান অবদান রেখে চলেছেন। "