নাজিউর রহমান নাঈম
নাজিউর রহমান নাঈমের জন্ম ১৯৯৮ সালের ২০শে জুলাই তারিখে, সিরাজগঞ্জে। ২০২৩ সালে তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। ২০১৬ সাল থেকে তার লেখালিখির যাত্রা শুরু। বিগত ১০ বছর ধরে তিনি দর্শন, মনোবিজ্ঞান ও অধ্যাত্ম নিবিড়ভাবে অধ্যয়ন করছেন। এই চর্চার সুবাদে তার এসব বিষয় সম্পর্কে স্যোশাল মিডিয়ায় ও ব্লগে বিস্তর লেখালিখিও রয়েছে। 'ওশোর চিঠি: জীবন পালটে দেওয়া ১৫০টি পত্র' তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ। এর আগে 'পরিবর্তন' নামে তার অনূদিত ওশোর 'It’s All About Change' বইটি প্রকাশিত হয়েছে। 'কথাগুচ্ছ' নামক তার একটি কাব্যগ্রন্থ ই-বুক আকারে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ ছাড়াও ‘Psyche Talk’ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এখানে তিনি দর্শন, সাহিত্য, অনুবাদ, মনোবিজ্ঞান, অধ্যাত্ম, বুক রিভিউ, মুভি রিভিউ ইত্যাদি নানা বিষয়ে কনটেন্ট তৈরি করে থাকেন। সম্প্রতি তিনি কাউন্সেলিং সেবা প্রদান করার পাশাপাশি স্যোশাল মিডিয়ায় শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করে যাচ্ছেন।