মোহাম্মদ আজম
মোহাম্মদ আজম বাংলা একাডেমির ১৯তম মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। তার জন্ম ২৩ আগস্ট, ১৯৭৫ নোয়াখালীর হাতিয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এমএ এবং পিএইচডি। তার পিএইচডি গবেষণার বিষয় 'বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন। তিনি প্রবন্ধ ও সমালোচনা লিখে থাকেন। তার আগ্রহের বিষয় সাহিত্য, নন্দনতত্ত্ব, ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি অধ্যয়ন। অনুবাদ করেছেন গুরুত্বপূর্ণ কিছু তাত্ত্বিক রচনা। প্রকাশিত গ্রন্থ: 'বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ' (২০১৪: তৃতীয় মুদ্রণ ২০২৪); 'নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান' [সম্পাদনা, ২০১৬); বাংলা ও প্রমিত বাংলা সমাচার [২০১৯; তৃতীয় মুদ্রণ ২০২৪); কবি ও কবিতার সন্ধানে [২০২০; দ্বিতীয় মুদ্রণ ২০২৩); হুমায়ূন আহমেদ: পাঠপদ্ধতি ও তাৎপর্য। ২০২০); বিষয় সিনেমা: তিনটি অনুদিত প্রবন্ধ [অনুবাদ, ২০২০); সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ [২০২২], নির্বাচিত কবিতা: কাজী নজরুল ইসলাম সম্পাদনা, ২০২২); মিখাইল বাখতিন: যাপিত জীবন ভাষা ও উপন্যাস। ২০২৩]; চিন্তার মুসিবত: তালাল আসাদের বাতচিত। যৌথ অনুবাদ ও সম্পাদনা, ২০২৩; তৃতীয় মুদ্রণ ২০২৪]। সম্পাদনা করছেন চিন্তামূলক প্রবন্ধের কাগজ তত্ত্বতালাশ।