• বিয়ন্ড রিলিজিয়ন

     

    ১৯৩৫ সালের ৬ জুলাই তারিখে তিব্বতের তাকসের গ্রামে জন্মগ্রহণ করেন তেনজিন গিয়াৎসো। তিনিই চতুর্দশ দালাই লামা। মাত্র দুই বছর বয়সে তিনি তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হিসেবে অভিষিক্ত হন।

    ১৯৫৯ সালে চীনা আক্রমণের পর তিনি ভারতে পালিয়ে যান এবং ধর্মশালায় বসতি স্থাপন করেন। তিনি তিব্বতের স্বাধীনতার জন্য অহিংস প্রতিরোধ আন্দোলন পরিচালনা করেন এবং ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি একজন বৌদ্ধ ধর্মগুরু, শিক্ষক, লেখক এবং তিব্বতের জনগণের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা হিসেবে বিশ্বব্যাপী সম্মানিত।

    তিনি শান্তি ও সহিষ্ণুতার প্রচারণা করেন এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা বিশ্বের কাছে তুলে ধরেন। তিনি তিব্বতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার জন্যও কাজ করছেন।

    ৳ 304৳ 380