• পরিসংখ্যানে হাতেখড়ি


    ড. এনায়েতুর রহীম। পরিসংখ্যান নিয়ে কাজ করছেন প্রায় ২০ বছর। বর্তমানে আমেরিকায় একটি হেলথ কেয়ার অর্গানাইজেশনে সিনিয়র ডেটা সায়েনটিস্ট হিসেবে কর্মরত। কর্মজীবনের বেশির ভাগ কেটেছে বাংলাদেশ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যাসলয়ে শিক্ষকতার মাধ্য্মে। কর্মজীবন শুরু ঢাকা বিশ্ববিদ্যা লয়ে ফলিত পরিসংখ্যাওনে শিক্ষকতার মাধ্যযমে। এরপর কানাডার ইউনিভার্সিটি অব ইউন্ডজর, আমেরিকার ইউনিভার্সিটি অব ইউসকনসিন এবং ইউনিভার্সিটি অব নর্দার্ন কলোরাডোতে শিক্ষকতা করেছেন। একাডেমিয়া থেকে বের হয়ে এখন পুরোদস্তুর হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে ফলিত পরিসংখ্যা নের মাধ্যএমে ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। পাশাপাশি ইউনিভার্সিটি অব নর্থ ক্যা রোলাইনা, শার্লটে অ্যা ডজাংকট ফ্যা কাল্টি হিসেবে যুক্ত আছেন।

    বাংলাদেশের পরিসংখ্যা নের ছাত্রছাত্রী তথা সব পরিসংখ্যাইন ব্যএবহারকারীর কাছে পরিসংখ্যা নকে সহজবোধ্যল করে উপস্থাপন করার জন্য লেখালেখি ও নতুন বইয়ের কাজ করে যাচ্ছেন।

    ৳ 160৳ 200