মালাকার সম্প্রদায় ও শোলাশিল্প
৳ 160সাকার মুস্তাফা লোকসংস্কৃতির নিবিষ্ট সেবক। পারিববারিক আবহ থেকে রূপকথা, উপকথা ও সংগীতের যে মুগ্ধতা শুরু হয়েছিল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগে শিক্ষকতার সুযোগে সেই মুগ্ধতা ছড়িয়ে পড়ে কর্মে ও সাধনায়। ক্ষেত্রসমীক্ষার পাশাপাশি লোকসংস্কৃতিকে তাত্ত্বিকভাবে পর্যবেক্ষণ করতে ভালোবাসেন তিনি। দেশে-বিদেশে তার গবেষণা জার্নালে প্রকাশিত প্রবন্ধের সংখ্যা দশের অধিক। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মরোক্কোয়, জওহরলালনেহেরু বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং ওড়িষ্যার পুরী কনফারেন্সে তিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেছেন।
জন্ম ২৬ মাঘ ১৩৯৭ বঙ্গাব্দে সাতক্ষীরা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মেধার স্বীকৃতিস্বরূপ একাধিক স্বর্ণপদক, অ্যাওয়ার্ড ও স্কলারশিপে ভূষিত হয়েছেন। মালাকার সম্প্রদায় ও শোলাশিল্প তাঁর চতুর্থ গ্রন্থ। এর আগে প্রকাশিত হয়েছে গবেষণাগ্রন্থ মধ্যযুগের কবি কৃষ্ণদাস বিরচিত পুথিকাব্য: স্বরূপ বর্ণনা (২০২২), নজরুলের শ্যামাসাধনা ও শ্যামাসংগীত (২০১৯) এবং গল্পগ্রন্থ ভাঙা ইতিহাস (২০১৫)। তার সম্পাদনায় ২০২০ সাল থেকে বাৎসরিকভাবে প্রকাশিত হচ্ছে ফোকলোর গবেষণা পত্রিকা।৳ 200