প্রথম সংস্করণের প্রায় পাঁচ বছর পর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির হলাম। পাঁচ বছরে বদলে গেছে অনেক কিছুই, কিন্তু এই বইয়ে দেওয়া তথ্যগুলোতে তেমন কিছুই বদলাতে হয়নি। আগের চেয়ে আরও বেশি কিছু প্রবন্ধ নিয়ে, আরও বেশি কিছু তথ্য নিয়ে দ্বিতীয় সংস্করণ তৈরি করলাম। নতুন চারটা অনুচ্ছেদ ২.৪.৪, ২.১৫, ২.৫.৩, ২.৫.৪ লিখেছে নির্ঝর রুথ। অনুচ্ছেদ ৩.৪ এবং ৩.৫ নতুন যুক্ত করা হয়েছে; ৩.৪ আমি নিজেই লিখেছি, ৩.৫-এর জন্য সাইফুল ইসলামের সাহায্যের কৃতজ্ঞতা জানাচ্ছি। ৩.৪-এর ওয়েব ভার্সনটা অনেক বেশি মজাদার, কিন্তু এখানে ছবিগুলো যুক্ত করতে পারিনি বলে মজাটা কম! তবু তথ্যগুলো সবই আছে। আর গোটা একটা নতুন অধ্যায় যুক্ত করেছি, অধ্যায় ৪। আগের চেয়ে বড় কলেবরে নেক্সটপ গাইড এখন আরও পরিপূর্ণ হয়েছে।
নতুন সংস্করণের প্রকাশক আদর্শকে ধন্যবাদ জানাচ্ছি। এটা তাদের সঙ্গে আমার পঞ্চম প্রজেক্ট। আশা করি, আগের কাজগুলোর মতো এটাও সফল হবে। আশা করি, আগের মতোই নেক্সটপ গাইডের এই সংস্করণটিকেও আপনারা গ্রহণ করবেন।
Be the first to review “The NexTop Guide to Higher Study in USA”