জলবায়ু পরিবর্তন নিয়ে আলাপের শেষ নেই। কান পাতলেই শোনা যায়, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপদ। ঘন ঘন দুর্যোগে মানুষের জীবন বিপন্ন। দুর্যোগের জন্য আবার মানুষই দায়ী। জীবাশ্ম জ্বালানি ব্যবহার শুরুর পর মানুষের কাজে গতি বেড়েছে; দক্ষতা বেড়েছে বহুগুণ। গ্রিনহাউস গ্যাস বেড়ে পৃথিবীর তাপমাত্রা বাড়ছেই। জলবায়ু-ঝুঁকিতে বাংলাদেশ সপ্তম। এসব জেনে কিশোর-তরুণেরা সচেতন হওয়ার চেষ্টা করছে।
জলবায়ু পরিবর্তনকে সহজে জানা-বোঝার জন্য এই বই। কী ঘটছে জলবায়ুতে, এর পেছনের বিজ্ঞান, কেমন আছে জলবায়ু আক্রান্ত মানুষ, প্রাণীজগতে এর প্রভাব কেমন- এসব লেখা আছে বইয়ে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে মানুষের চেষ্টার গল্প আছে। ধর্মঘট করছে কেউ, মাছ ধরা বন্ধ রেখেছে কয়েকজন জেলে, গাড়ির বদলে কেউ সাইকেলে চেপে বসেছে, কেউ একজন অনুসন্ধান করছে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায়। পৃথিবীকে বাঁচাতে তুমি কী করবে, জানা যাবে এই বই থেকে।
Be the first to review “সহজ ভাষায় জলবায়ু পরিবর্তন”