স্বতঃস্ফূর্ত ভাষায়, বৈঠকি ঢঙে জমিয়ে গল্প বলতে পছন্দ করেন মাহবুব মোর্শেদ। চেনাপরিচিত গল্প শুনতে শুনতে পাঠক সহসা নিজেকে আবিষ্কার করেন অচেনা জগতে। একের পর এক আবিষ্কার ও চমক সেখানে তাকে মগ্ন করে রাখে। মাহবুবের স্টোরিটেলিং আকর্ষণীয়; গদ্য সরল, অথচ দ্ব্যর্থকতায় ভরপুর— ইশারা ও পরিহাসে ঠাসা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন প্রত্নতত্ত্বে। পেশা সাংবাদিকতা। শৈশব-কৈশোর কেটেছে উত্তরের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, গাইবান্ধা ও দক্ষিণ-পশ্চিমের কুষ্টিয়ায়।
প্রকাশিত বই
ব্যক্তিগত বসন্তদিন, গল্পগ্রন্থ, ২০০৬, পুনঃপ্রকাশ: ২০২০
ফেস বাই ফেস, উপন্যাস, ২০১০
দেহ, গল্পগ্রন্থ, ২০১১
অর্ধেক জাগ্রত রেখে, নভেলা, ২০১৩
গুরু ও চণ্ডাল, স্মৃতিগ্রন্থ, ২০১৩
তোমারে চিনি না আমি, উপন্যাস, ২০১৮
অরব বসন্ত, কবিতা, ২০২০
সন্দেহ, গল্প, ২০২১
অপ্রকাশিত জীবনানন্দ, কবিতা, ২০২২
ফেসবুক প্রোফাইল
https://www.facebook.com/tomorshed
Be the first to review “পালিয়ে যাবার পরে”