উম্মে মাইসুন
উম্মে মাইসুন একজন ভিডিও ব্লগার। বাংলা মাধ্যমের ছাত্রী হয়েও সে বাচ্চাদের শেখায় ইংরেজি। মাইসুন মা-বাবার সঙ্গে চট্টগ্রাম শহরেই থাকে। পড়াশোনা করছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে। ছোটবেলা থেকে ইংরেজি ভাষার প্রতি ঝোঁক ছিল তার। এ জন্য অনেকটা নিজে নিজেই এই চর্চা শুরু করে। এক সময় পোক্ত হয়। সে পরিচিতি পায় করোনার সময়ে ২০২০ সালের জুনে 'টেন মিনিট স্কুল'-এর একটি ভিডিও থেকে। সেটি ছিল তার মতো অন্য বাচ্চাদের জন্য ইংরেজি শেখানোর ভিডিও। এরপর থেকেই সে নিয়মিত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম ও টিকউক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করছে। তার ফলোয়ার এখন ৫০ লাখ। তার ভিডিও দেখে কোটি কোটি মানুষ। তার ফেসবুক পেজ মাইসুন'স ওয়ার্ল্ড (Maisun's World), ইউটিউব চ্যানেল মাইসুন'স ওয়ার্ল্ড (Maisuns World), ইনস্টাগ্রাম উম্মে মাইসুন অফিশিয়াল (umme maisun official) ও টিকটক অ্যাকাউন্ট মাইসুন'স অফিশিয়াল (Maisun's official)। তার প্রকাশিত অন্য বইগুলো হলো 'ছোটদের স্পোকেন ইংলিশ (১ ও ২)', 'ছোটদের ভোকাবুলারি (১)', উপন্যাস 'দ্য এমারেল্ড স্টোন' এবং 'আনওয়ান্টেড রিভেঞ্জ'।