হিমালয় পাই
হিমালয় পাই নামেও তার বই প্রকাশিত হচ্ছে ইদানীং। তবে যে বইগুলো আগাগোড়া তারই লেখা, সেসব বইতে তিনি মাহফুজ সিদ্দিকী হিমালয় নামে প্রকাশিত। লেখালিখি, চা খাওয়া ও মানুষের ইন্টারভিউ নেওয়া তার নেশা। এযাবৎ ১৫ হাজারেরও বেশি মানুষের ইন্টারভিউ নিয়েছেন। এর মধ্যে একক ব্যক্তির ইন্টারভিউ নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক বই; 'অ্যাম্বিশন মার্কেট' এর মধ্যে অন্যতম। এই বইগুলো হিমালয়ের পর্যবেক্ষণ শক্তির লিখিত নিদর্শন। এক উদ্ভট দার্শনিক প্রকৃতির মানুষ এই হিমালয় পাই। বুয়েটের জীবন উতরে গেলেও প্রথাগত ক্যারিয়ারে আবদ্ধ হননি। তার পেশা বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্ভট। বিভিন্ন কোম্পানির সিইও এবং নানা স্তরের পেশাজীবী তাকে ডাকেন কেবলমাত্র গল্পের উদ্দেশ্যে, গল্প শেষে সম্মানি দেন। তিনি নিজের এই পেশার নামকরণ করেছেন বায়োপিক অ্যানালিস্ট (বিস্তারিত: www.biopiclab.com)। বায়োপিক অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন রকমারি, ব্রেইনস্টেশন-২৩, ওয়াটার এইড, আদর্শ, উদ্ভাস, প্যারাডাইম আর্কিটেক্ট, মুসপানা, উইডেভসসহ ৩৫টিরও বেশি প্রতিষ্ঠানে। অচেনা মানুষের সঙ্গে পত্র-যোগাযোগও তার আরেকটি উদ্ভট শখ। [email protected]