Skip to Content
Filters

author.name

সাদিক মোহাম্মদ আলম

সাদিক মোহাম্মদ আলমের জন্ম ১৯৭৯ সালে পিরোজপুরে। পিতা ড. মো. রফিকুল আলম এবং মাতা সুফিয়া আখতার। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (২০০৪) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর থেকে রিসার্চ স্কলার হিসেবে মাস্টার্স (২০০৬) সম্পন্ন করেন। তুলনামূলক ধর্মতত্ত্ব, আধ্যাত্মিকতা ও ইসলামের প্রতি আগ্রহ তাঁকে শেখ মুহাম্মদ আল জামাল আর রিফাই আশ শাধুলি (জেরুজালেম) এবং শেখ নুরুদ্দীন ডুর্কি (যুক্তরাষ্ট্র)-এর মতো প্রখ্যাত ধর্মীয় স্কলারের সান্নিধ্যে নিয়ে যায়। আমেরিকায় উচ্চশিক্ষার সময় তিনি বিভিন্ন সমসাময়িক স্কলারের সাথেও যুক্ত হন। তিনি ‘টেকনোলজী অফ দি হার্ট’ নামক একটি ব্লগের প্রধান সম্পাদক ছিলেন, যেখানে ইসলাম ও আধ্যাত্মিকতা নিয়ে লেখালেখি করতেন। পত্রিকা জগতে ১৯৯৮ সাল থেকে সম্পাদনা এবং লেখালেখির সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি সফটওয়্যার খাতে কর্মরত আছেন। পাশাপাশি ‘দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড অ্যাপ্লিকেশন (দি ইক্বরা)’-এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।