শওকত জাওহার
শওকত জাওহারের জন্ম ১৯৮৩ সালে নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায়। পিতা মুহাম্মদ আবদুশ শহীদ এবং মাতা আজমলেন্নেছা। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস (অনার্স) এবং এমএসএস সম্পন্ন করেন। ২০০৮-২০১০ সালে তিনি প্রফেসর ডা. মতিয়ার রহমান প্রতিষ্ঠিত কুরআন রিসার্চ ফাউন্ডেশনে (QRF) রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আনিবু কুরআন (আসুন নিজেরা বুঝি কুরআন) নামে ‘বেসিক কুরআনিক এরাবিক গ্রামার কোর্সে’ প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১১-২০১৩ সালে তিনি বিশিষ্ট কুরআন গবেষক তৈয়াবুর রহমান গোপালগঞ্জীর সান্নিধ্যে ‘কুরআনের ব্যাখ্যায় কুরআন’ নীতিভিত্তিক মৌলিক জ্ঞানার্জন করেন এবং তাঁর প্রতিষ্ঠিত ‘ওয়ার্ল্ড আল কুরআন রিসার্চ সেন্টার’-এ (প্রতিষ্ঠা- ১৯৮১) রিসার্চ ফেলো হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি পেশাগতভাবে একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ‘দি ইনস্টিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এ্যাপ্লিকেশন (দি ইক্বরা)’-এ রিসার্চ ফেলো হিসেবে কাজ করছেন।