মুরাদ কিবরিয়া
মুরাদ কিবরিয়ার জন্ম বাগেরহাট জেলার মোংলা বন্দরে। পিতামাতার আদি নিবাস ফেনী জেলার সোনাগাজী থানায়। পড়ালেখা সেন্ট পলস স্কুল, সরকারি বিজ্ঞান কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। প্রকাশিত বই: কাব্যগ্রন্থ 'হিমাংকের নিচে বসবাস', গল্পগ্রন্থ 'না গল্পকার' এবং উপন্যাস 'প্রেম প্রার্থনা মৃত্যু'।