Skip to Content
Filters

author.name

আহম্মদ ফয়েজ

আহম্মদ ফয়েজ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে একটি ব্যাবসায়িক পরিবারে জন্মগ্রহণ করেন। কৈশোর থেকে লেখালিখির প্রতি ঝোঁক থেকে স্কুলজীবনেই স্থানীয় সংবাদপত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। স্থানীয় পানপাড়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশের পর ঢাকায় ধানমন্ডিতে অবস্থিত আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন আহম্মদ ফয়েজ। পরবর্তীকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন তিনি। বিশ্ববিদ্যালয়-জীবন থেকে সক্রিয় সাংবাদিকতায় যুক্ত হন তিনি। বর্তমানে আহম্মদ ফয়েজ ইংরেজি ‘দৈনিক নিউ এইজ’-এর বিশেষ প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেনার নিউজ’-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ‘নিউ এইজ’-এর আগে তিনি ‘দৈনিক আমাদের সময়’, ‘সাপ্তাহিক বুধবার’, ‘দৈনিক মানবকণ্ঠ’ ও ‘পাক্ষিক তারকালোক’সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। গত ১৮ বছরের সাংবাদিকতা জীবনে তিনি দেশের প্রায় প্রতিটি গণ-আন্দোলন প্রত্যক্ষভাবে কভার করেছেন।