মাহবুুব সিদ্দিকী
"লেখালিখি মানে মন-মগজের জারিত চিন্তাকে একটি নির্দিষ্ট অবয়বে বাঁধা। মাহবুব সিদ্দিকী সে অবয়ব বাঁধেন গল্প-কবিতা-গানে। বাংলা, ইংরেজি দু’ভাষাতেই। কখনো মৌলিক লেখায়, কখনো-বা অনুবাদে। প্রকাশিত মৌলিক গ্রন্থ: ‘জলপাড়’ (২০২২), ‘মোনোগর’ (২০২৩)। অনুবাদগ্রন্থ: ‘এ ডলস্ হাউস: ইবসেনের পুতুল যেখানে ব্রাত্য হয়ে রয়’ (২০১৯), ‘তিন ভুবনের তিন নাটক’ (২০২২), ‘নারীর ক্ষমতা: ব্যবচ্ছেদ, বিশ্লেষণ’ (২০২৩), ‘Selected Poems of Shamim Reza’ (২০২৩), ‘বাবা বুল্লে শাহ্’র কালজয়ী কালাম’ (২০২৪)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে দ্বিতীয় স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল গবেষণা সম্পন্ন করে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা করছেন। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে। সন্ত কবীরের গান নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর অনূদিত বইটি মাহবুব সিদ্দিকীর পিএইচডি গবেষণার একটি উল্লেখযোগ্য আকরগ্রন্থ।"