Skip to Content
Filters

author.name

মহিউদ্দিন খালেদ

"জন্ম ১৯৭৪ সালে, কক্সবাজার শহরে। সাধারণ রক্ষণশীল পরিবারের আট ভাইবোনের মধ্যে অষ্টম। সবার ছোট হবার কারণে কানের কাছে ‘জীবনে এই হইতে হবে, ঐ হইতে হবে’ ধরনের চিল্লানি থেকে মুক্ত ছিলাম। কাজেই জীবনে কিছু হতে চাওয়ার চেয়ে জীবনকে বুঝতে চাওয়ার, অনুভব করতে পারার এবং উপভোগ করতে পারার দিকে মনোযোগ কিছুটা বেশি দিতে পেরেছি। কারো জীবন এই সমীকরণে পড়ে গেলে তার প্রায় অনিবার্য শেষ পরিণতি হয় ব্যর্থ লেখক, ব্যর্থ কবি ইত্যাদি হওয়া। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ব্যর্থতার নমুনা হিসাবে আগে তিনটি ছোটগল্পগ্রন্থ (সোনালী জলের মায়ায়, বুকের কিতাব, বলতে নেই) এবং একটি উপন্যাস (সিতারা) প্রকাশ করেছি। চারটা বইই প্রায় সফলভাবে ব্যর্থ হয়েছে, যার মধ্যে উপন্যাস সিতারার ব্যর্থতা তুলনামূলকভাবে কম। সিতারা দ্বিতীয় সংস্করণের মুখ দেখেছিল। সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। এই সার্টিফিকেট আছে বলেই চাকরি করে খেতে পাই। সার্টিফিকেট না থাকলে বিরাট কেলেঙ্কারির মধ্যে পড়ে যেতাম। ব্যক্তিগত জীবনে আমার এক বৌ, দুই বাচ্চা; অর্থাৎ আমরা চারজন মিলে চৌবাচ্চা। আমরা একটু সুখ পেলেই লাফাই আবার একটু দুঃখ পেলেই কাঁদি। জীবন যেমন, তাকে তেমনভাবে আমরা মেনে নিয়েছি। "