Skip to Content
Filters

author.name

বিরূপাক্ষ পাল

"ড. বিরূপাক্ষ পাল কোর্টল্যান্ডস্থ নিউইয়র্ক রাজ্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ২০০৭ থেকে। পড়ান অর্থনীতি ও ফাইন্যান্স। স্ত্রী ও সন্তানসন্ততি নিয়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী। জন্মস্থান ঢাকা। বেড়ে উঠেছেন গারো পাহাড় ও ভোগাই নদীর সান্নিধ্যে নালিতাবাড়ীতে। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর হয়ে কর্মজীবনের প্রথমে ব্যাংকের চাকরিতে আনন্দ পাননি। চলে আসেন সংবাদপত্রে। ১৯৯৬-এ অস্ট্রেলিয়ার প্রবাসী হয়ে সিডনির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে এমবিএ করেন। সিডনিতে আবার ব্যাংকের চাকরি। ২০০২-এ শিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গমন। নিউইয়র্কের বিংহামটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন ২০০৭-এ। বিংহামটনে পড়িয়েছেন বাণিজ্য চক্র ও কেন্দ্রীয় ব্যাংকিং। ২০১৫-২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেন। ২০১৭-তে অতিথি শিক্ষক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। গবেষণার কাজে বিআইডিএসের ভিজিটিং ফেলো ছিলেন। ড. পাল কর্নেল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশীয় প্রোগ্রামের কাউন্সেলর। অর্থনীতি, বিতর্ক ও রম্য— এ তিন বিষয়ে লেখেন। অর্থনীতিতে উল্লেখযোগ্য বই— সহজ কথায় অর্থনীতি, সহজ কথায় ফাইন্যান্স, বাংলাদেশের অর্থ খাত ও নীতি-অনীতির দ্বন্দ্ব, সংকটকালের অর্থনীতি এবং ম্যাক্রোইকোনমিক পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনস ফর গ্রোথ ইন বাংলাদেশ। অন্যান্য বই— বিতর্ক ভুবন, প্রথম বিতর্ক কথা, দ্বন্দ্বসূত্র, রম্যলোকের সৌম্যসভা, মশার জন্য ভালোবাসা ও অন্যান্য রম্য এবং সিডনির পথে পথে।"