Skip to Content
Filters

author.name

মৃদুল মাহবুব

হাইম শাপিরা ১৯৬২ সালে লিথুয়ানিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে স্থায়ীভাবে ইসরায়েলে অভিবাসী হন। দুটি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। প্রথম পিএইচডির গবেষণার বিষয় ছিল ‘গেম থিওরি’। অসীমের গাণিতিক ও দার্শনিক উপলব্ধির পদ্ধতির ওপর গবেষণা করে দ্বিতীয় পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি গণিত, মনোবিজ্ঞান, দর্শন ও সাহিত্য পড়ান তেল আবিব বিশ্ববিদ্যালয়ে। সাতটি বেস্টসেলিং বইয়ের লেখক তিনি। তার বই অনূদিত হয়েছে ইংরেজি, জার্মান, ইতালি, পর্তুগিজ, রুশ ও কোরিয়ান ভাষায়। তার লেখার লক্ষ্য পাঠককে নিজের সাথে একমত করানো নয়, বরং পাঠককে নতুন কিছু চিন্তা করতে সাহায্য করা। বক্তা হিসেবে ইসরায়েলে তুমুল জনপ্রিয়। সৃজনশীলতা ও কৌশলগত চিন্তাপদ্ধতি, অস্তিত্ববাদী দর্শন, শিশুসাহিত্যে দর্শন, সুখ ও আশাবাদ, যুক্তিহীনতা ও পাগলামি, কল্পনা ও অর্থের অর্থ, বন্ধুত্ব ও ভালোবাসা নিয়ে তিনি বলতে পছন্দ করেন। এর বাইরে তিনি ভুবনবিখ্যাত পিয়ানোবাদক এবং সুন্দর যেকোনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন।