সৈয়দ ফাইজ আহমেদ
"এদুয়ার্দো হিউজ গ্যালিয়ানো (৩ সেপ্টেম্বর ১৯৪০ – ১৩ এপ্রিল ২০১৫) একজন উরুগুয়ের সাংবাদিক, লেখক এবং ঔপন্যাসিক ছিলেন। উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে গ্যালিয়ানোর জন্ম। তাঁর জন্মের সময় গোটা দুনিয়া একটা বিশ্বযুদ্ধ পার করছিল, তাই হয়তো সারাটা জীবন তিনি সোচ্চার ছিলেন যুদ্ধের বিপক্ষে। একটা নির্দিষ্ট টাইমফ্রেমের ভেতর গ্যালিয়ানোর জন্ম, বেড়ে ওঠা এবং মৃত্যুর ব্যাপারগুলো ঘটলেও তিনি শেষ পর্যন্ত নিজেকে এসবের বাইরে নিয়ে গিয়েছিলেন। সারা জীবন ধরে একটি লেখা তিনি লিখে গিয়েছিলেন। সেটি ছিল লাতিন চোখে দেখা পৃথিবীর ইতিহাস। যদিও সেই ইতিহাস আপনার-আমার চেনা-জানা পথ ধরে কখনোই এগোয়নি। ইতিহাস লেখার জন্য বিকল্প এক ভাষা, বিষয় এবং দৃষ্টিভঙ্গি তিনি আবিষ্কার করে নিয়েছিলেন। আর প্রতিবারই তা ভিন্ন দ্যোতনা নিয়ে সামনে এসেছে। যেখানে তার নায়ক গথাম সিটির সুপারম্যান নন, তাঁর নায়ক মেহিকো সিটির সুপারব্যারিও গোমেজ। একজন রিয়েললাইফ সুপারহিরো। দ্য বুকস অব এমব্রেসেস, মিরর, চিলড্রেন অব দ্য ডেজ, ফুটবল ইন সান অ্যান্ড শ্যাডো, তিন খণ্ডের মেমোরিজ অব ফায়ার এবং ওপেন ভেইন অব লাতিন আমেরিকাসহ প্রায় সব বইয়ে তিনি সেই ইতিহাসের গল্পটাই লিপিবদ্ধ করে গেছেন।"