সাইমুুম পারভেজ
ড. সাইমুম পারভেজ পেশায় গবেষক ও শিক্ষক। তিনি নরওয়ের অসলোতে এম এফ নরওয়েজিয়ান স্কুল অব থিওলজি, রিলিজিয়ন ও সোসাইটি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক/সহযোগী অধ্যাপক। তিনি এর আগে ডয়েচে ভেলে একাডেমি, বন রাইনজিগ বিশ্ববিদ্যালয়, ফ্রাই ইউনিভার্সিটি ব্রাসেলস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন। তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অস্ট্রেলিয়ার সিডনি ইউনিভার্সিটি থেকে। পোস্ট ডক্টরেট করেছেন ফ্রাই ইউনিভার্সিটি ব্রাসেলসে। ড. পারভেজ তাঁর উচ্চতর গবেষণার জন্য জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ফুলব্রাইট ফেলো (২০১৩–২০১৫), ইউনিভার্সিটি অব সিডনিতে কমনওয়েলথ ফেলো (২০১৭–২০২১) ও ফ্রাই ইউনিভার্সিটি ব্রাসেলসে মেরি কুরি ফেলো (২০২২–২০২৪) হিসেবে নির্বাচিত হন। তাঁর গবেষণার আগ্রহ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে।