মওদুদ আলমগীর পাভেল
"সম্পাদক পরিচিতি ডা. মওদুদ আলমগীর পাভেল বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ও দিনাজপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। এ ছাড়া তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ-এর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস, রয়েল কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস, গ্লাসগো, আমেরিকান কলেজ অব সার্জনস, কলেজ অব সার্জনস শ্রীলঙ্কা এবং এসোসিয়েশন অব সার্জনস অব ইন্ডিয়ার ফেলো। এ ছাড়াও তিনি ‘সার্ক আইকন অব সার্জারি’ সম্মাননা পেয়েছেন।