আমানউল্লাহ রাইহান
আমানউল্লাহ রাইহান। জন্ম: ১৯৯৬ ঈসায়ি। নিবাস: ভাংনামারী, গৌরীপুর, মোমেনশাহী। পড়াশোনা: প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষা কওমি মাদরাসায়। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর মাদরাসায় শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু। বিচিত্র বিষয়ে অধ্যয়নে অনুরাগী। প্রকাশিত গ্রন্থ: 'মধ্যযুগে মুসলমানদের শিক্ষাব্যবস্থা'।