Biography

Author Picture

জাকির হোসাইন

জাকির হোসাইনের জন্ম লক্ষীপুর জেলার রামগঞ্জে। কম্পিউটার সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং এর উপর পড়ালেখা করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটিতে। বিভিন্ন পত্রিকায় এবং ব্লগে প্রোগ্রামিং নিয়ে লেখা লেখি শুরু করেছেন ২০১০ সাল থেকে। তার ব্লগ www.jakir.meতে প্রোগ্রামিং ও প্রযুক্তি নিয়ে লিখছেন নিয়মিত।

ন্যাশনাল হ্যাকাথন ২০১৪ এবং ২০১৬ সালে ছিলেন মেন্টর হিসেবে। এ ছাড়া নাসা স্পেস অ্যাপ চ্যলেঞ্জ২০১৬, স্মার্ট সিটি হ্যাকাথন ২০১৬তেও ছিলেন মেন্টর হিসেবে।

২০১১ সাল থেকে ফ্রিল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ করছেন। এখন ফ্রিল্যান্সিং এর পাশা পাশি মোবাইল অ্যাপ ডেভেলপ করছেন। গুগল প্লে স্টোরে রয়েছে তার তৈরি অনেক গুলো অ্যাপ।