রিচার্জ YOUR ডাউন ব্যাটারি

৳ 240৳ 300

You Save: ৳ 60 (20%)

গণিত অলিম্পিয়াড নিয়ে সারা দেশের হাইস্কুলে পড়ুয়াদের সঙ্গে আমার জানাশোনা দেড় যুগেরও বেশি। ক্রমান্বয়ে তাতে যুক্ত হয়েছে বিজ্ঞান, প্রোগ্রামিং ও হালের আইওটি। এসব করতে গিয়ে এগিয়ে থাকা লাখ লাখ ছাত্রছাত্রীর সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা হয়। তাদের স্বপ্নের কথা জানতে পারি, তাদের চেষ্টায় রসদ জুগিয়ে যেতে কাজ করি। গণিত ক্যাম্প, প্রোগ্রামিং ক্যাম্প, অনলাইন কোর্স—এ রকম নানান উদ্যোগের মাধ্যমে তাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। এরা এমনিতেই একটু এগিয়ে থাকে। ফলে আমাদের সাহচর্য, উৎসাহ এবং পথ দেখানোর সুযোগে তারা আরও এগিয়ে যেতে পারে।
অথচ যারা একটু পিছিয়ে গেছে, ভালো অবস্থানে থেকেও কোনো কারণে খেই হারিয়ে ফেলছে, তারা কি হতাশ হয়ে বসে থাকবে? তাদের জন্য কি কিছু করা যায় না? একবার ভেবেছিলাম এমন একটা কিছু করার। কিন্তু আমার দোকানের সংখ্যা অনেক। নতুন একটি দোকান খোলা কঠিন। ফলে কাজটি আর করা হয়নি। কিন্তু তাই বলে অন্যরা কি করবে না?
হাবলু দ্য গ্রেট ঝংকার মাহবুব থাকতে তাদের আর হতাশ হয়ে বসে থাকার উপায় নেই। ঝংকার লিখে ফেলেছে তাদের জন্য নতুন বই। ডাউন হয়ে যাওয়া ব্যাটারি রিচার্জ করতে ঝংকার মাহবুবের এই বই— রিচার্জ your ডাউন ব্যাটারি।
দেশের লাখ লাখ পিছিয়ে পড়া তরুণ, যারা ঘুরে দাঁড়াতে চায়, তাদের জন্য এই বই। কারণ, হাবলুদের শুধু প্রোগ্রামিং শিখলেই হবে না। তাদের হ্যাঁচকা টান দিয়ে সামনে এগোতে হবে। আটকে গেলে জোরসে ঠেলা দিতে হবে। আবার যারা হতাশ হয়ে ভেঙে পড়েছে, তাদেরও এই বই বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে দিতে পারে। তারা গা-ঝাড়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেক প্রণোদনা পাবে।
শেষ কথা, শুরুর প্যারায় যাদের কথা বলেছি, তাদেরও সমান কাজে লাগবে এই বই। কারণ ব্যাটারি তো যেকোনো সময় ডাউন হতেই পারে।
সবার জীবন পাই-এর মতো সুন্দর হোক।
মুনির হাসান
সাধারণ সম্পাদক, গণিত অলিম্পিয়াড কমিটি
২২ জানুয়ারি, ২০১৮

 

Book Info
Titleরিচার্জ YOUR ডাউন ব্যাটারি
Authorঝংকার মাহবুব
Publisherআদর্শ
ISBN9266365
Edition১ম প্রকাশ ২০১৮
Number of Pages120
Countryবাংলাদেশ
Languageবাংলা
Categoryআত্ম উন্নয়ন ও মোটিভেশন

প্রায় তিন দশক ধরে লেখালেখি করে যাচ্ছেন ঝংকার মাহবুব। যদিও তার লেখালেখির পুরোটাই গেছে পরীক্ষার খাতায়, পাস নম্বরের আশায়।
তবে লেখালেখি করে আজ পর্যন্ত ফুটা পয়সা কামাই করতে না পারলেও ক্লাস সেভেনে থাকা অবস্থায় স্ট্যান্ডআপ কমেডি প্রতিযোগিতায় সেকেন্ড হওয়ার গৌরব অর্জন করেছিলেন। হাড্ডাহাডি সেই লড়াইয়ে প্রতিযোগী ছিল তিনজন। যাদের মধ্যে একজন ছিল অনুপস্থিত।
এ ছাড়া নবম শ্রেণিতে পড়ার সময়, উচ্চতা কম হওয়ার সুবিধায়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বালকদের সাথে জুনিয়র ক্যাটাগরিতে মোরগ লড়াইয়ে নেমেছিলেন তিনি। সেই লড়াইয়ে বড় ক্লাসের ভাই হিসেবে দেখানো সম্মানকে পুঁজি করে, শেষ তিনজন পর্যন্ত পাশ কাটিয়ে টিকতে পেরেছিলেন। তারপর বাকি দুজন বড় ভাইয়ের সম্মানের মাথামুণ্ডু খেয়ে, ওনাকে কনুই দিয়ে গুঁতা মেরে মাটিতে ফেলে দেয়। তখন লুঙ্গির কাছা সামলিয়ে উঠে দাঁড়াতে না পারলেও ততক্ষণে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়ে গিয়েছিলেন তিনি। আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন লাল রঙের সাবানের কেইস।
বুয়েট থেকে পাস করে, নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করে বর্তমানে আমেরিকার শিকাগো শহরে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছেন তিনি।
www.fb.com/jhankarmahbub

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “রিচার্জ YOUR ডাউন ব্যাটারি”

Your email address will not be published. Required fields are marked *

Frequently Bought Together

500 টাকার বই অর্ডারে অতিরিক্ত 15% ডিসকাউন্ট