দেশে এখন বড় রাজনৈতিক সংকট ও অচলাবস্থা চলছে। পাশাপাশি দেশ গভীর অর্থনৈতিক সংকটেও আক্রান্ত। একদিকে রিজার্ভ সংকট, অন্যদিকে মূল্যস্ফীতির চাপ। এর পাশাপাশি আছে লাগামছাড়া সন্ত্রাস, দখল, লুণ্ঠন, সম্পদপাচার। দৃশ্যমান অবকাঠামোর উন্নয়নের পাশে ঋণ ও দুর্নীতির পাহাড়; এর তাণ্ডবে বন, নদী, মানুষ, পশু, পাখি, জীববৈচিত্র্য তথা সর্বপ্রাণের বিপন্ন দশা। দেশের নাগরিকদের জন্য আছে ভয়াবহ অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা আর বিচারহীনতা। আছে শিক্ষা ও চিকিৎসার দুর্গতি। ক্ষমতা চিরস্থায়ীকরণের চেষ্টায় একতরফা নির্বাচনের আয়োজনে দেশজুড়ে ধরপাকড়, সন্ত্রাস, আতঙ্ক। ভোটাধিকার, মতপ্রকাশ ও সংগঠনের অধিকার- সবই বিপর্যস্ত। এই সবগুলোই একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই বইয়ের মূল মনোযোগ এখানেই।
Be the first to review “ছেঁটে ফেলা বটগাছ, খেয়ে ফেলা নদী”