Biography

Author Picture

তাহ্‌নিক নূর সামীন

ছোটবেলা থেকেই অভ্যাস পড়া আর পড়া। সেটা পেপার, বই, ম্যাগাজিন যা-ই হোক। প্রথম সৃজনশীল মেধা অন্বেষণে তিনি গণিতে দেশসেরা হন। ফিজিকস, ইনফরমেটিকস অলিম্পিয়াডেও পুরস্কার পান। ২০১৪ থেকে ২০১৮ প্রতি বছরই জাতীয় গণিত অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছেন। ২০১৮ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক অর্জন করেন। এ ছাড়া এশিয়া প্যাসিফিক গণিত অলিম্পিয়াডে রৌপ্যপদক অর্জন করেন। বর্তমানে তিনি হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যয়নরত।