চীনের শিক্ষাব্যবস্থা বর্তমানে এক নবযুগ অতিক্রম করছে। নিজেদের মহান রাজনৈতিক দর্শন ও সুপ্রাচীন ইতিহাস-ঐতিহ্যকে আত্মস্থ করে চীনের শিক্ষাব্যবস্থা এক বৈশ্বিক সম্ভাবনার স্বর্ণদুয়ার উন্মোচন করেছে। শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী আধুনিকায়ন ও সংস্কার, চীনা ভাষা প্রশিক্ষণ ও চীনা সংস্কৃতির সম্প্রসারণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়া তথা সমগ্র বিশ্বের সাথে শিক্ষা-সংস্কৃতি ও অর্থনৈতিক সংযোগ স্থাপনের আদর্শে উদ্বুদ্ধ বর্তমান চীনের সামগ্রিক শিক্ষাব্যবস্থা।
চীনের শিক্ষার্থীরা যেমন বিশ্ব জয় করছেন, তেমনি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সাথে উচ্চশিক্ষা সমাপ্ত করে চীনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে সাফল্যের শীর্ষে আরোহণ করছেন। এই বৈশিষ্ট্যই চীনা শিক্ষাব্যবস্থাকে দিয়েছে অনন্যতা। চীনে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য এ বইটি পথপ্রদর্শকের কাজ করবে বলে আমাদের বিশ্বাস।
Be the first to review “চীনের শিক্ষাব্যবস্থা: উচ্চশিক্ষার বৈশ্বিক সম্ভাবনা”