আমি পদার্থবিজ্ঞানের ছাত্র। পদার্থবিজ্ঞান যেভাবে বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করছে, আমার কাছে সেটি মাঝেমধ্যেই রীতিমতো অবিশ্বাস্য মনে হয়। আমার ধারণা, ভবিষ্যতের বিজ্ঞানের জগৎটি ঠিক একই রকমভাবে জীববিজ্ঞানের একটি রহস্যময় জগৎ হবে। সেই রহস্যময় জগৎটিতে উঁকি দিয়ে দেখার জন্য সঞ্জয় মুখার্জী গল্পে গল্পে অণুজীব আবিষ্কার নামে চমৎকার একটি বই লিখেছে। গল্পের ছলে অণুজীবকে নিয়ে লেখা বই, যেখানে শুধু অণুজীব নয় তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীদের কাহিনি, চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস—সবকিছু আছে। সঞ্জয় মুখার্জী একটি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞানের শিক্ষক। তাই এ বিষয়গুলো তার একেবারে নিজের বিষয়। তাই সে বইটি লিখেছে খুবই সাবলীল ভঙ্গিতে, সহজ ভাষায়। কম বয়সীদের জন্য লেখা বই, কিন্তু আমি যেহেতু আগ্রহ নিয়ে পড়েছি, আমার ধারণা, সবাই এ বইটি পড়ে আনন্দ পাবে।
এটি এই তরুণ লেখকের প্রথম বই। আমরা আগ্রহ নিয়ে তার পরবর্তী বইগুলোর জন্য অপেক্ষা করে থাকব।
মুহম্মদ জাফর ইকবাল
৩০ অক্টোবর, ২০১৮
ডারহাম, যুক্তরাজ্য
Be the first to review “গল্পে গল্পে অণুজীব আবিষ্কার”