বিদেশের বিশ্ববিদ্যা লয়গুলোতে পরিসংখ্যারন একটি ভীতিকর কিন্তু অত্য ন্ত দামি একটি সাবজেক্ট। আর বাংলাদেশে পরিসংখ্যা ন একটা অবহেলিত বিষয়। এতই অবহেলিত যে পরিসংখ্যা ন কত কঠিন বা সহজ, সেটি নিয়ে তেমন কিছু খুব একটা শোনা যায় না। তবে একটি বিষয় সবাই স্বীকার করে যে ছাত্রাবস্থায় পরিসংখ্যাহন যতই কঠিন আর খারাপ লাগুক না কেন কর্মক্ষেত্রে গিয়ে অনেকেই পরিসংখ্যারনের গুরুত্ব বুঝতে পারেন। আর পরিসংখ্যাআনের মজাটা এখানেই।
আমাদের দেশে পরিসংখ্যারনের বইগুলো গতানুগতিক পাঠ্যযবইয়ের মতো। ইংরেজি ভাষায় পাঠ্য বইয়ের বাইরেও পরিসংখ্যাশন নিয়ে নানা রকম বই আছে। কিন্তু বাংলায় সে রকম কোনো বই আছে বলে আমার জানা নেই। পরিসংখ্যাশনকে একাডেমিক শিক্ষাধারার বাইরে থেকে যারা শিখতে চান, তাদের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিন্নভাবে পরিসংখ্যাশনের বিষয়গুলোকে এই বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি।
বইটি একাডেমিক কাজে ব্য বহারের উদ্দেশ্যে লেখা হয়নি। আর পরিসংখ্যা নের সব বিষয়ও এত ছোট পরিসরে প্রকাশ করা সম্ভব নয়। কেবল মৌলিক কিছু ধারণা ভিন্নমাত্রায় উপস্থাপন করা হয়েছে, যা পরিসংখ্যা নে হাতে খড়ি দেওয়ার মতোই। যারা পরিসংখ্যাছনের কিছুই জানেন না কিন্তু জানার আগ্রহ আছে, তাদের জন্যা বইটি কাজে দেবে আশা করছি।
Be the first to review “পরিসংখ্যানে হাতেখড়ি”