আমারে দেব না ভুলিতে

৳ 420৳ 600

You Save: ৳ 180 (30%)

অজপাড়াগাঁয়ের এক ইমাম সাহেব বিপদে পড়েছেন। বিপদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে।
দ্বিতীয় স্ত্রীর পর পর চারবার পুত্রসন্তান হয়েছে। জন্মের পরই তারা মারা গেছে। এবার তিনি পঞ্চমবারের মতো গর্ভবতী হয়েছেন। এবারের সন্তান কি বাঁচবে?
সন্তান যাতে বাঁচে এ জন্য ইমাম সাহেব তার সদ্যোজাত পুত্রের নাম দিলেন তারাক্ষ্যাপা। সন্তানের নাম উদ্ভট কিছু রাখলে, সেই সন্তান নাকি অনেক দিন বাঁচে।
আমারে দেব না ভুলিতে হচ্ছে সেই গল্প, যেখানে তারাক্ষ্যাপা ধীরে ধীরে নজর আলীতে পরিণত হয়।
নজর আলী হয়ে যায় দুখু মিয়া। আর দুখু মিয়া হয়ে ওঠে নজরুল ইসলাম। নজরুল ইসলাম হয়ে ওঠেন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
এক অবিশ্বাস্য, শ্বাসরুদ্ধকর, গতিময় আখ্যান।
ইতিহাসের কঙ্কালে কল্পনার রক্ত-মাংসে গড়া অনবদ্য এক কাহিনির নাম: আমারে দেব না ভুলিতে।

Book Info
Titleআমারে দেব না ভুলিতে
Authorআশীফ এন্তাজ রবি
Publisherআদর্শ
ISBN978-984-95549-7-4
Edition১ম প্রকাশ ২০২১
Number of Pages336
Countryবাংলাদেশ
Languageবাংলা

আশীফ এন্তাজ রবি

আমার জীবনের লক্ষ্য বারবার বদলে গেছে।
ছোটবেলায় আমি আইসক্রিমওয়ালা হতে চেয়েছিলাম। স্কুলে পড়ার সময় হতে চেয়েছিলাম ডাক্তার। যৌবনে আমার জীবনের লক্ষ্য আমূল বদলে যায়। তখন আমি লেডিস হোস্টেলের দারোয়ান হওয়ার বাসনা পোষণ করতাম।
আমি শেষমেশ কিছুই হতে পারিনি। যেটা হয়েছি, তার নাম ফেরিওয়ালা, আমি গল্প ফেরি করে বেড়াই।
আড্ডায় আমি ঘণ্টার পর ঘণ্টা গল্প বলে যাই। সেই গল্প শোনার জন্য অনেকেই আড্ডায় আসেন। একসময় আড্ডার পরিসর বেড়ে যায়। আমি রেডিওতে রাত জেগে গল্প বলা শুরু করি। কয়েক বছর ধরে গল্পগুলো লিখে ফেলার চেষ্টা করছি। আমার মতো অলস মানুষের জন্য এটি অনেক কঠিন কাজ।
আমার জন্ম ঢাকায়, ১৯৭৭ সালে। আমার জন্ম নিয়েও তিনটি গল্প আছে। যে ডাক্তারের হাতে আমি জন্মেছিলাম, ওই ডাক্তারনি ছিলেন দেশের শ্রেষ্ঠ চিকিৎসক। পরবর্তী সময়ে অন্য কারণে তিনি বিখ্যাত হন। পরকীয়া প্রেমে জড়িয়ে তার ছেলে একটি খুন করেছিল। নব্বইয়ের দশকে সেই ছেলেটির ফাঁসি হয়। সে সময় এ ঘটনাটি বেশ সাড়া ফেলেছিল।
জন্ম নিয়ে দ্বিতীয় গল্পটি হলো, আমি জন্মেছিলাম রবিবারে। কাজেই আমার বাবা আমার নাম রাখেন রবি। যদিও এ নামটি নিয়ে সেই সময়ে ব্যাপক বিতর্ক হয়। মুসলমান ছেলের নাম কেন রবি হবে, এ নিয়ে আমার আত্মীয়রা আপত্তি তোলেন। আমার পিতা দ্বিধায় পড়ে যান।
আমার জন্মসংক্রান্ত তৃতীয় গল্পটি বলতে ইচ্ছে করছে, কিন্তু ফ্ল্যাপে জায়গা কম থাকার কারণে সেই গল্পটি আপাতত মুলতবি থাকুক।
লেখক পরিচিতিতে শুধু এ বাক্যটিই থাকুক, আমি আশীফ এন্তাজ রবি, গল্পের ফেরিওয়ালা।
প্রকাশিত গ্রন্থ
পূর্বপূরুষ
চন্দ্রমুখী
কাগজের নৌকা
পালিয়ে যাবার পরে
আমার আছে ফেসবুক
গল্পতুচ্ছ

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “আমারে দেব না ভুলিতে”

Your email address will not be published. Required fields are marked *

Frequently Bought Together

500 টাকার বই অর্ডারে 15% অতিরিক্ত ডিসকাউন্ট