একুশ শতকের শুরুর দিকে আমেরিকার সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তির যে জয়যাত্রা শুরু হয়, সেই বিপ্লবের অগ্রদূত কোম্পানিটির নাম গুগল (Google)। সারা বিশ্বের সবখানে, এমনকি প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে পৌঁছে যাওয়া এই গুগলকে সবাই এক নামে চেনে। কিন্তু কী জাদু আছে গুগলে? কীভাবে এই অসাধারণ সব প্রযুক্তি নিয়ে এসেছে গুগল? কারা কাজ করে এই গুগলে? আর সিলিকন ভ্যালি জায়গাটাই বা কেমন?
গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মতো কোম্পানিতে ক্যারিয়ারে গড়তে আগ্রহী কিংবা অসাধারণ একটি কোম্পানি কালচার গড়তে ইচ্ছুক উদ্যোক্তা, এইচআর প্রফেশনালদের জন্য অবশ্যপাঠ্য একটি বই।
ড. রাগিব হাসান পেশায় ও নেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী ও শিক্ষক। মোঃ শামসুল হুদা ও রেবেকা সুলতানার দ্বিতীয় সন্তান রাগিবের জন্ম চট্টগ্রামে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার কৌশল বিভাগ হতে সর্বোচ্চ জিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং চ্যান্সেলর গোল্ড মেডেল পান। বুয়েটে কিছুদিন শিক্ষকতার পর কম্পিউটার নিরাপত্তার উপর মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আরবানা শ্যাম্পেইন থেকে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম-এর কম্পিউটার বিজ্ঞানের পূর্ণ অধ্যাপক, সিক্রেটল্যাব নামের গবেষণাগারের প্রতিষ্ঠাতা এবং সেন্টার ফর সাইবার সিকিউরিটির ডিরেক্টর।
স্ত্রী ডা. জারিয়া আফরিন চৌধুরী একজন সাইকিয়াট্রিস্ট। ছেলে যায়ান আর মেয়ে রিনীতা যোয়ীকে নিয়ে রাগিব ও জারিয়া বসবাস করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে। রাগিব হাসান বাংলা উইকিপিডিয়ার শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন। প্রতিষ্ঠা করেছেন শিক্ষক.কম এবং বাংলাব্রেইল। পেয়েছেন মার্কিন জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের ক্যারিয়ার পুরস্কার, Google RISE Award, Information Society Innovation Fund Award, Internet Society Grant, The Best of Blogs and Online Activism (The BoBs) Award এবং তার বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকের প্রেসিডেন্ট পুরস্কার।
Customer Reviews
There are no reviews yet.
Be the first to review “গুগলের দিনগুলো”