মূল বই ‘চিলড্রেন অব দ্য ডেজ’-এ গ্যালিয়ানো ইতিহাসের গল্প বলেন। লিপ ইয়ারসহ ৩৬৬ দিনের প্রতিদিনের জন্য আলাদা আলাদা এন্ট্রি লিখেছেন গ্যালিয়ানো। প্রতিটি এন্ট্রি একেকটি রাজনীতি ও সামাজিক দলিল।
যেন একেকটি তিরে বিদ্ধ করেছেন প্রতিষ্ঠিত সত্যকে। যে বাস্তবতা এত দিন ধরে আমাদের সামনে গড়ে তোলা হয়েছে, তার ভিত নাড়িয়ে দিতেই যেন গ্যালিয়ানোর এই প্রচেষ্টা। লিপ ইয়ারের সেই এন্ট্রিটি পড়া যাক। গ্যালিয়ানোর ভাষায়, ‘বছরের সবচেয়ে অদ্ভুত দিন।’ ১৯৪০ সালের এই দিনে আটটি অস্কার পেয়েছিল ‘গন উইথ দ্য উইন্ড’। ছবিটির দিকে তির ছুড়ে গ্যালিয়ানো বলেছিলেন, অতীতের দাসপ্রথার মনোরম স্মৃতির কথা মনে করে নস্টালজিক হওয়াই ছিল এই ছবির মূলকথা। পৃথিবীর প্রতি হলিউডের মনোভাব কেমন, সেটিই আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন গ্যালিয়ানো।
এই বইয়ের প্রায় প্রতিটি এন্ট্রি এ রকম ছোট, কিন্তু দারুণ গভীর বার্তায় ভরা। কোনো কোনোটি পড়ে আমরা স্তব্ধ হয়ে থাকি, আবার কোনোটি পড়ে অট্টহাসিতে ফেটে পড়ি। অধিক কথা খরচ না করলেও গ্যালিয়ানোর রসিকতা অনবদ্য। গ্যালিয়ানোর গল্পে উঠে আসে বিস্মৃত সব যোদ্ধাদের কাহিনি ও সংগ্রামের ইতিহাস।