হাসিনা পতনের আগের বছরগুলোতে কর্তৃত্ববাদ টিকিয়ে রাখতে যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার অন্যতম হচ্ছে বয়ান নির্মাণ। নিজেদের পক্ষে বয়ান নির্মাণ ও বিতরণে আওয়ামী লীগের যে পারদর্শিতা, তার ধারে কাছে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল নেই। এই বয়ানের উপরে নির্ভর করেই পরপর চারটি নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। এর মধ্যে শেষ তিনটি নির্বাচনে যে নির্লজ্জ কারচুপি করা হয়েছিল, তা এমনকি দুর্বল গণতন্ত্রের উন্নয়নশীল দেশগুলোর ইতিহাসেও বিরল।
হাসিনা পতনের পরে বাংলাদেশ এক নতুন পরিস্থিতিতে পড়ে। একদিকে হাসিনার দীর্ঘ স্বৈরশাসন শেষ হবার রেশ পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে, অন্যদিকে বিভিন্ন গোষ্ঠী, যারা হাসিনা-বিরোধিতায় একত্রিত হয়েছিলেন, তাদের মধ্যে বিভেদ বাড়তে থাকে। পতনের পরপরই পুলিশবাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে সামাজিকভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় গণমানুষের যে উদ্যোগ লক্ষ করা যায় তা প্রশংসনীয় ছিল।
নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে ও ফ্যাসিস্ট মতবাদে বিশ্বাসী দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটি এখনও অমীমাংসিত। এ বিষয়গুলোই উঠে এসেছে এ বইয়ের প্রবন্ধগুলোতে।